নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০২ ডিসেম্বর ২০২৪

ইসলামী আন্দোলনের নেতার মামলা প্রত্যাহারের দাবি

প্রেস বিজ্ঞপ্তি :

প্রকাশিত:২০:০৮, ২৯ জুলাই ২০২৪

ইসলামী আন্দোলনের নেতার মামলা প্রত্যাহারের দাবি

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সহ-সভাপতি মুহা. নুর হোসেন-এর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এটা অত্যন্ত দু:খজনক ও অমানবিক। ইসলামী আন্দোলন বাংলাদেশ রীতিমত শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী এবং প্রশাসনের অনুমতি নিয়েই বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।  নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাইর নির্দেশে কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনে সদা তৎপর।

গত ১৮ জুলাই শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচিও শান্তিপূর্ণভাবে প্রশাসনের মৌখিক অনুমতি নিয়েই বাস্তবায়ন করা হয়েছে। মিডিয়া স্বাক্ষী, ঔদিন কোন অপ্রীতিকর ঘটনা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা-কর্মীরা ঘটায় নাই। উপরন্তু আমাদের শান্তিপূর্ণ প্রোগ্রামে হামলা চালানো হয়েছে। এতে আমাদের কয়েক ভাই আহত হন।


সুতরাং  নিরপরাধ ইসলামী আন্দোলনের নগর সভাপতি ও সহ-সভাপতির বিরুদ্ধে মামলার তীব্র নিন্দা জানাচ্ছি ও অবিলম্বে মামলা প্রত্যাহারের জন্য জোর দাবি জানাচ্ছি।

সম্পর্কিত বিষয়: