নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১০ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুগতরা রয়ে গেছে : সজল 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩৪, ১ নভেম্বর ২০২৪

শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুগতরা রয়ে গেছে : সজল 

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলছেন, আজকে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে তাদের দোসররা কিন্তু চলে যায়নি। শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার অনুগত অনেক লোক কিন্তু রয়ে গেছে।

আলীরটেক ইউনিয়নে যদি কেউ মনে করে বিএনপি নেতাকর্মীদেরকে হুমকি ধামকি দিয়ে দমিয়ে রাখতে পারবে সেটা তাদের ভুল ধারণা। 

আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই আলীরটেক ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা কিন্তু দুর্বল না। আপনারা কিন্তু পরাজিত শক্তি জয়ী শক্তি না। জয়ী শক্তি হচ্ছে জাতীয়তাবাদী দলের আদর্শের সৈনিকেরা।

এদেশের ছাত্র ও যুবসমাজ হচ্ছে জয় শক্তি আর আপনারা হয়েছেন পরাজিত শক্তি ও পলাতক শক্তি। তাই আপনারা এখন বড় বড় কথা বলবেন না তাহলে আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না। 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পাঁচদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের আওতাধীন আলীরটেক ইউনিয়ন যুবদলের উদ্যোগে রৌপ্যকাপ মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। 

শুক্রবার (১ নভেম্বর) বিকেল তিনটায় আলীরটেক ইউনিয়নের গঞ্জকুমারিয়া তৈলখিরা বাজার সংলগ্ন বালুর মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। 

তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান সুদূর প্রবাস থেকে থেকে আমাদের দলকে পরিচালনা করছেন। আগামীতে নির্বাচন হবে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমাদেরকে মানুষের জন্য কাজ করতে হবে। আমরা আলীরটেক যুবদলকে আরো গতিশীল দেখতে চাই।

আমাদের প্রত্যাশা আগামীতে আমাদের নেতা তারেক রহমান দেশের মাটিতে ফিরে এসে আমাদেরকে যে নির্দেশনা দিবেন মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জন্য কাজ করার জন্য। আলীরটেকের মাটি বিএনপির ঘাঁটি ও যুবদলের ঘাঁটি।

সেহেতু আলীরটেকবাসীকে খোঁচাখুঁচি করার চেষ্টা করবেন না। আলীরটেকের মানুষই কিন্তু আলীরটেকের থেকে নেতৃত্ব দিবেন। আগামীতে বিএনপি'র থেকেই চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হবে অন্য দল থেকে কিন্তু হবে না। 

আলীরটেক ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শরীফ সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব ইব্রাহিম সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নূরে এলাহী সোহাগ, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক পারভেজ খান, আরমান হোসেন, মহানগর যুুুুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদ, কামরুল হাসান, এ এইচ সৌরভ, শাহিন শরীফ, জুনায়েদ মোল্লা জনি, কাজী সাদ্দাম, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন, জেলা  জিসাসের সভাপতি আব্দুল মজিদ প্রান্তি, আলীরটেক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে আমিন হৃদয়, মো. সাদ্দাম, মনির হোসেন, শহিদুল ইসলাম, আলীরটেক ইউনিয়ন বিএনপির সহ- সভাপতি জামাল সরদার, বিএনপি নেতা গিয়াস উদ্দিন, আবুল বাশার, যুবদল নেতা মোফাজ্জল, আব্দুর রউফ, মিলন মাদবর, মাসুদ, খোরশেদ, জুয়েল, শাহাদাৎ, হাসানসহ যুবদলের নেতৃবৃন্দ।