
নারায়ণগঞ্জ ৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ জুলাই) সকালে শহরের মাসদাইর এলাকায় সাংগঠনিক পূর্ব থানা জামায়াতের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ৎএতে প্রধান অতিথি ছিলেন "নারায়ণগঞ্জ সদর-বন্দর উন্নায়ন ফোরামের"চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ। এসময় তিনি বলেন ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হলে আল্লাহর আইন সৎ লোকের শাসন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।
নারায়ণগঞ্জ পূর্ব থানা জামায়াতের আমীর হাবিবুর রহমান মল্লিকের সভাপতিত্বে থানা সেক্রেটারি কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরী সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরী শূরা সদস্য শেখ ফরিদ উদ্দিন আহমেদ প্রমূখ।