
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশ্রাফুল ইসলাম নিরব বলেন, ‘আজ যারা জুলাই যোদ্ধা পরিচয়ে বীরত্ব দেখাচ্ছেন, নিজেদের বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা দাবি করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছেন।
তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা হয়তো ভুলে গেছেন জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা আপনাদের সামনে এবং পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে ফ্যাসিস্টদের সঙ্গে সম্মুখ লড়াই করেছিল। কিন্তু সেই ঐতিহাসিক আন্দোলনের পুরো কৃতিত্বই এখন আপনারা নিতে চাচ্ছেন তাতে আমাদের কোন আপত্তি নেই।
কিন্তু আপনারা একটি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের সব থেকে বৃহৎ রাজনৈতিক দলের নেতাকে জড়িয়ে যে কুরুচিপূর্র্ণ স্লোগান দিচ্ছেন তা সমাজের জন্য ভাল বার্তা দেয় না। আজ আপনারা যেমনটা করবেন, আগামীতে তেমনটাই আপনাদের দিকে ঝড়ো গতিতে ফিরে আসবে।’
সোমবার (১৪ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
এদিন সারাদেশে গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কেন্দ্রঘোষিত অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়। প্রতিবাদ সমাবেশ শেষে শহরের প্রধান সড়কগুলোতে তারা বিক্ষোভ মিছিল করেন।
চাঁদাবাজির প্রসঙ্গে ছাত্রদল নেতা নীরব বলেন, ‘চাঁদাবাজরা কখনো কোন দলের হতে পারে না। যারা চাঁদাবাজি করে তারা সবসময় যখন যে দলে গেলে সুবিধা সেই দলের সাথে মিশে যায়। এসব চাঁদাবাজদের চিহ্নিত করতে হবে।
সেজন্য আমাদের দলের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যাতে করে এমন চাঁদাবাজরা আমাদের দলের সঙ্গে মিশে দলের বদনাম করতে না পারে।’
সমাবেশে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলিমুল ইসলাম সিফাত, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফারুক খান, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সহ সাংগঠনিক সম্পাদক জাহিদ নোমান, সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক এমএ হানিফ মঞ্জু (রহিত), সরকারি এম ডব্লিউ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাফি, সাধারণ সম্পাদক নাহিদসহ প্রমুখ।