
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মো. আবু আল ইউসুফ খান টিপু হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোনদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের প্রতি শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদেরকে আপনাদের মাঝে পাঠিয়েছেন।
বিএনপির সব সময় আপনাদের পাশে আছে। অতীতেও যেমন আমরা আপনাদের পূজা মণ্ডপগুলোতে খোঁজখবর নিয়ে পাশে দাঁড়িয়েছি এবং সহযোগিতা করার চেষ্টা করেছি, এবারও ইনশাআল্লাহ তার ব্যতিক্রম হবে না। আমরা সব সময় আপনাদের পাশে আছি এবং থাকবো।
সোমবার (২৯ অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে দুপুর থেকে রাত পর্যন্ত বন্দরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি আরও বলেন, যদি কোনো ফ্যাসিবাদী শক্তি আপনাদের পূজা উৎসবকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে, তবে আমরা আপনাদের পাশে ঢাল হয়ে দাঁড়াবো। যেকোনো মূল্যে তাদের প্রতিহত করবো। আপনারা ভয় পাবেন না, আপনাদের ধর্মীয় উৎসবগুলো নির্ভয়ে পালন করুন।
জাতীয়তাবাদী দলের শক্তি আপনাদের পাশে রয়েছে। আমাদের একটি অনুরোধ, আপনারা অতীতের মতো আর কোনো রাজনৈতিক দলের হাতিয়ার হবেন না। কারণ তারা আপনাদের ব্যবহার করবে এবং বিপদের সময় ফেলে দেবে। কোনোভাবেই আপনারা ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেবেন না।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি'র আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু'র নেতৃত্বে এসময়ে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, সহ- সভাপতি তিলোত্তমা দাস, মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক হোসেন, মাকিত মোস্তাকিম শিপলু, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান বাদল, নাসির উল্লাহ টিপু, সোহেল খান বাবু, ইকবাল হোসেন, ১৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সেলিম মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফি উদ্দিন সোহেল, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফিরোজ আহমেদ, ২৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম বাবু, ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শিবু দাস, সিনিয়র সহ-সভাপতি সানোয়ার হোসেন সানু, সাধারণ সম্পাদক রাসেল বেপারী, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।