বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নারায়ণগঞ্জ জেলার সহ সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপনের শয্যা পাশে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।
শুক্রবার (১৪ নভেম্বর ) ডেঙ্গু জ¦রে আক্রান্ত হাজী শহিদুল ইসলাম রিপনকে তারে বাসায় দেখতে যান আনিসুল ইসলাম সানি। এ সময় তিনি হাজীর রিপনের শারিরিক অবস্থার খোজ খবর নেন এবং আল্লাহ তায়ালার কাছে তার সুস্থতা কামনা করেন।
আনিসুল ইসলাস সানির সাথে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন উর রশিদ মুকুল, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম রুবেল, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুম শেখ, কাশীপুর ইউনিয়ন জাসাসের সহ-সভাপতি মোঃ হানিফ, আলাল মাদবর, সাধারণ সম্পাদক মোঃ রহিম হোসেন বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান, সহ দপ্তর সম্পাদক কামরুল হাসান দিপু, কাশীপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড জাসাসের সভাপতি মোঃ জাব্বার, সাধারণ সম্পাদক মোঃ কালাম, সাংগঠনিক সম্পাদক রমজান সরদার, শ্রমিক দল নেতা জাহাঙ্গীর হোসেন, জাসাস নেতা নূর চাঁন, এলাকার পঞ্চায়েত ও মসজিদ কমিটির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, হাজী মহিউদ্দিন ভূইয়া, আব্দুল কুদ্দুস, মোঃ বাপ্পীসহ ।
উল্লেখ্য হাজী শহিদুল ইসলাম রিপন গত সোমবার (১০ নভেম্বর) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। বর্তমানে তিনি ডাক্তারের পরামর্শে বাসায় চিকিৎসাধীন আছেন।


































