দেশের আলোচিত মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আদালতের ঘোষিত রায়কে স্বাগত জানিয়ে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর শুকরানা মিছিল করেছে।
আজ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আদালতের এ রায় দেশের জনগণের দীর্ঘদিনের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন। তারা আরও বলেন, বিচার বিভাগের এই সাহসী রায় দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার নতুন দ্বার উন্মোচন করবে।
শান্তিপূর্ণভাবে শুকরানা মিছিল সম্পন্ন করতে সকল পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছিল। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার নির্দেশও প্রদান করা হয়।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন—নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সা'দ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ নাজমুল হুদা রনি, প্রচার সম্পাদক আশরাফ বিন মুজিব, বাংলাদেশ খেলাফত মজলিস নারায়ণগঞ্জ সদর থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল কুদ্দুসসহ বিভিন্ন থানা ও ক্যাম্পাস শাখার নেতৃবৃন্দ।


































