নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৯ অক্টোবর ২০২৪

দূর্গা পূজা উপলক্ষ্যে 

৫৫০ পরিবারকে সাবলম্বী করার উদ্যোগ সেলিম ওসমানের

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:০৩:৪৯, ১ অক্টোবর ২০২১

৫৫০ পরিবারকে সাবলম্বী করার উদ্যোগ সেলিম ওসমানের

সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সাড়ে ৫০০ অসহায় পরিবারকে সাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। সেই লক্ষ্যে নারায়ণগঞ্জের পূজা মন্ডপগুলো থেকে ৫৫০টি অসহায় পরিবারের নারীদের হাতে একটি করে সেলাই মেশিন এবং চলতি মূলধন হিসেবে নগদ ২৫০০ করে টাকা তুলে দেওয়া হবে। 
 
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) শহরের বঙ্গবন্ধু সড়কে অবস্থিত সমবায় সমিতি ভবনের কমিউনিটি সেন্টারে শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সহ হিন্দু নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কর্মসূচীর ঘোষণা দেন।
  
সেলিম ওসমান বলেন, আপনারা পূজামন্ডপের কমিটিরগুলোর মাধ্যমে যাচাই বাছাই করে অস্বচ্ছল পরিবারের নারীদের হাতে এই সেলাই মেশিন গুলো তুলে দিবেন। যাতে করে এই একটি সেলাই মেশিন ও মূলধনের ব্যবহার করে একটি অস্বচ্ছল পরিবার ঘুরে দাড়াতে পারে। সেলাই মেশিন বিতরনের ক্ষেত্রে কোন প্রকার স্বজনপ্রীতি করবেন না।
 
সবাইকে করোনা ভাইরাসের মহামারির কথা স্মরণে রেখে উৎসবের আয়োজনের পরামর্শ দিয়ে তিনি বলেন, এটা কোন রাজনৈতিক মঞ্চ নয়। এটা ধর্মীয় উৎসবের আলোচনা। উৎসব করতে গিয়ে আমরা যেন কেউ ক্ষতি গ্রস্থ না হই। মহামারির কারনে আমাদের সব থেকে পবিত্র স্থান মক্কা শরীফেও বিধিনিষেধ দেওয়া হয়েছে। এখনো দেশের মসজিদগুলোতে জুম্মার নামাজ সীমিত পরিসরে আদায় করা হয়। কারো উপর জোড় করে কোন নিয়ম চাপিয়ে দেওয়া যায়না। আপনার চেষ্টা করবেন সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে পূজার আয়োজন করতে। জনসমাগম যতটা এড়িয়ে চলা যায় সেই ব্যবস্থা করবেন। পূজার আনন্দ করতে গিয়ে যেন কোন প্রকার মদ্যপান, মাদক সেবন না করা হয়। অসময়ে যেন বাদ্য বাজনা না বাজানো হয়। কোন মন্ডপে যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। যদি কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে যেন মন্ডপ কমিটি যেন প্রশাসনের সহযোগীতা নেন এবং প্রশাসনের কর্মকর্তারা যেন কমিটির সাথে আলোচনা করে মন্ডপটা বন্ধ রাখেন।

আরও পড়ুন :নারায়ণগঞ্জ শহরে যানজট লেগেই থাকে : সেলিম ওসমান
 
 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি দিপক কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিপন সরকারের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল, জেলা জাতীয় পার্টির আহবায়ক সানা উল্লাহ সানু, মহানগর আওয়ামীলীগে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিনিয়র সহ সভাপতি চন্দন শীল, হিন্দু নেতা বাসুদেব চক্রবর্তী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগর এর সভাপতি অরুন দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা সহ সকল নেতৃবৃন্দরা।
 

সম্পর্কিত বিষয়: