নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে চব্বিশের শহীদ স্মৃতি একাডেমি ফুটবল টুর্নামেন্টে বন্ধন কোচিং চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:১১, ২০ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে চব্বিশের শহীদ স্মৃতি একাডেমি ফুটবল টুর্নামেন্টে বন্ধন কোচিং চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জ জেলা শিশু কিশোর ঐক্য জোটের আয়োজন ও মডেল গ্রুপের পৃষ্ঠপোষকতায়" চব্বিশের শহীদ স্মৃতি একাডেমি কাপ অনূর্ধ্ব-১৩" ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ১৮টি দল অংশ গ্রহন করে। 

বুধবার (২০ নভেম্বর) বিকেলে ফাইনালে ৩-০ গোলে বঙ্গবীর সংসদকে হারিয়ে বন্ধন কোচিং সেন্টার চ্যাম্পিয়ন হয়। ফাইনাল উপলক্ষে মাঠে দর্শকদের ভীড় দেখা গেছে। দুই দলেরই সমর্থকরা বাদ্যবাজানা নিয়ে হাজির হয়েছিলেন ক্ষুদে খেলোয়ারেদর উৎসাহ দিতে।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাসুদুজ্জামান। 

সাবেক জাতীয় ফুটবলার সম্রাট হোসেন এমিলির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাফ জয়ী জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, সাবেক জাতীয় ফুটবলার ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি শহিদুল ইসলাম স্বপন, সাবেক জাতীয় ফুটবলার বাফুফে সদস্য গোলাম গাউস, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, গণসংহতি আন্দোলনে সমন্বয়ক তরিকুল সুজন, কোচ খলিলুর রহমান দোলন সহ ক্রীড়া সংগঠকরা। 

অনুষ্ঠানে সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জলকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। টুর্নামেন্টে সেরা গোলরক্ষক হয়েছেন বঙ্গবীর সংসদের হাসান, সেরা ডিফেন্ডার নারায়ণগঞ্জ ফুটবল একাডেমীর দ্বীপ, সেরা মিডফিল্ডার হয়েছেন গাবতলী ফুটবল একাডেমীর রায়হানুর, সেরা স্ট্রাইকার হয়েছেন বন্দর সিরাজদ্দৌলা ক্লাবের সামির, সেরা গোলদাতা  হয়েছেন বন্ধন ফুটবল কোচিং সেন্টারের অমিত ও টুর্নামেন্টের সেরা হয়েছেন বন্ধন ফুটবল কোচিং সেন্টারের শাওন।

টুর্নামেন্টের ফাইনালে সাফ জয়ী জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনকে দেখে উচ্ছসিত হয়ে উঠে ক্ষুদে খেলোয়াররা। সাফ জয়ী জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আজকের শিশুদের সঠিকভাবে পরিচর্যা করুন। তাদের মধ্যে যে ডেডিকেশন আছে ইচ্ছা আছে সেটা দেখার মতো।

ক্রীড়া সংগঠক ও মডেল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাসুদুজ্জামান বলেন, আজকে একটা শুভযাত্রা শুরু হলো। যেসব ছেলেরা এখানে খেলেছে আমি আশা করবো একদিন তারা জাতীয় দলে খেলবে।
 

সম্পর্কিত বিষয়: