
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে সিদ্ধিরগঞ্জে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
পাঠানটুলি বড় ও তুরুণ সমাজের আয়োজনে শুক্রবার রাতে পাঠানটুলি নীট কনসার্ন ১নং গেইট এলাকায় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় আমন্ত্রিত অতিথীরা ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
নাসিক ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীট কনসার্ন গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইব্রাহীম নীট গার্মেন্টের চেয়ারম্যান হাজী মো. ইউসুফ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. মাসুকুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি মো. রাকিবুর রহমান সাগর, রাজ এ্যাপারেলস এর চেয়ারম্যান মো. আনোর হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, খেলাধুলা আমাদের যুবসমাজকে মাদক ও সকল প্রকার অপকর্ম থেকে দুরে রাখে। তাই আমাদের উচিৎ প্রতিটি এলাকায় যুবসমাজের জন্য বেশি বেশি খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দেওয়া। এতে যুবসমাজ মাদক থেকে রক্ষা পাবে এবং সুন্দর সমাজ তৈরি হবে। তাছাড়া খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থ্যতা অর্জন করা যায়। সুতরাং সুন্দর মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে খেলাধুলা কোন বিকল্প নেই।
অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাঈম, আসিফ, আকাশ, আব্দুল্লাহ, তৌসিফ, সায়েম, সুফিয়ান, রিয়াজ, মৃদুল, ইমন, রাজু, আওলাদ, রিপন, সালাউদ্দিন, মানিক, বোরহান ও নাছিম।