জাতীয় সংসদে সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন, পৃথক নির্বচান ব্যবস্থা বাস্তবায়ন, ঢাকার খিলক্ষেতে দুর্গা মন্দির, লালমনিরহাটে মিথ্যা অভিযোগে পিতা-পুত্রকে নির্যাতন ও গ্রেপ্তার, কুমিল্লা মুরাদনগরের সনাতন ধর্মের গৃহবধুকে ধর্ষণের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ জুলাই) সকালে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের উদ্যোগে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ জেলা সহ সভাপতি পার্থ সারথী রায় সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহ প্রচার সম্পাদক খোকন রায়, জেলা প্রচার সম্পাদক শান্ত চক্রবর্তী, রাম মোদক, হিন্দু ছাত্র মহাজোট রূপগঞ্জ উপজেলা সভাপতি বিনয় অধীকারি, পরশ হাজরা, শ্যামল দেবনাথ, প্রাণকৃষ্ণ ভোমিক, রতন দাস, সুজন চন্দ্র দাস, বরিন সরকার, সুভাস দে ও সদস্য মনোরঞ্জন দাস, সম্ভুনাথ দে ,গৌরাঙ্গ চন্দ্র সাহা প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এদেশ স্বাধীন সময় সকলে মিলেই স্বাধীন করেছি । যুদ্ধের সময় কেউ বলে নাই কে মুসলিম কে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। দেশ স্বাধীন হবার পর এখন কেনো আমাদের নিচু করে দেখা হবে। আমাদের কেনো নির্যাতনের শিকার হতে হবে। আমরা এদেশের নাগরিক এই দেশেই আমাদের জন্ম আমার কোথায় যাবো।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয় চাষাড় শহীদ মিনারে যেয়ে শেষ হয়।


































