নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১২ জানুয়ারি ২০২৬

পবিত্র মাহে রবিউল আউয়ালের শুভ আগমন উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য স্বাগত র‌্যালি 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২০, ২২ আগস্ট ২০২৫

পবিত্র মাহে রবিউল আউয়ালের শুভ আগমন উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য স্বাগত র‌্যালি 

পবিত্র মাহে রবিউল আউয়ালের শুভ আগমন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে স্বাগত জানিয়ে নগরীতে জাঁকজমকপূর্ণ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২ আগষ্ট) বাদ আসর গাউছিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের যৌথ ব্যবস্থাপনায় এ র‌্যালি  অনুষ্ঠিত হয়।

স্বাগত র‌্যালীটি ঐতিহাসিক ডি.আই.টি কাদেরিয়া তৈয়্যবিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু করে চাষাড়া গোলচত্বর হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় ডিআইটি মাদ্রাসা প্রাঙ্গণে এসে দোয়া ও মোনাজাতে মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ নারায়ণগঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবু জাফর টিপু, মহানগর সভাপতি মোখলেসুর রহমান চৌধুরী, মহানগরের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা কমিটির সহ-সভাপতি উদ্দিন প্রধান ওসমান গনি, সাধারণ সম্পাদক হাফেজ রেফাজ উদ্দিন, হোসিয়ারী মালিক সমিতির পরিচালক পারভেজ মল্লিক, বিএনপি নেতা জিয়াউর রহমান জিয়া, মাহফুজুর রহমান সি.এ, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াহিদ দেওয়ান, মাওলানা আবু নাসের মুসা, মাওলানা মাঈনুল হাসান, মাওলানা জামাল উদ্দিন নুরী, গোলাম পাঞ্জেতন, জয়নাল আবেদীন, ওমর ফারুক ও আবু সাইদ কাদেরী প্রমুখ।

সম্পর্কিত বিষয়: