নারায়ণগঞ্জ সদর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. মাহমুদুল হাসান ভূঁইয়া। তিন দশকের বেশি সময় ধরে শিক্ষকতায় নিয়োজিত এই শিক্ষক বর্তমানে নারায়ণগঞ্জ হাই স্কুল এণ্ড কলেজের নেতৃত্ব দিচ্ছেন।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর সদর উপজেলা পরিচালনা কমিটির সদস্য সচিব সুরাইয়া আশরাফীর মাধ্যমে বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) এ ফল ঘোষণা করা হয়।
মাহমুদুল হাসান ভূঁইয়ার কাছে শিক্ষকতা শুধুমাত্র পেশা নয়, এটি দায়িত্ব ও দায়বদ্ধতার প্রতীক। টানা ৩২ বছর ধরে তিনি শ্রেণিকক্ষে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময়, মনোযোগ ও স্বপ্ন ভাগ করে আসছেন। এর আগে ২০১৯ সালে তিনি নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন।
প্রায় চার বছর আগে নারায়ণগঞ্জ হাই স্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার পর প্রতিষ্ঠানটির চিত্র বদলাতে শুরু করে। অবকাঠামো, পাঠদানের পরিবেশ ও সহশিক্ষা কার্যক্রমে এসেছে পরিবর্তন। সবচেয়ে চোখে পড়ার মতো উন্নতি শিক্ষার্থী সংখ্যায়। গত কয়েক বছরে স্কুলটিতে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় দুই হাজার।
ফলাফলের ক্ষেত্রেও এসেছে ধারাবাহিক সাফল্য। গত তিন বছরে বোর্ড পরীক্ষার ফলাফলে স্কুলটি শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। এছাড়া নৃত্য ও জারি গানের মতো সাংস্কৃতিক কার্যক্রমে জাতীয় পর্যায়ে একাধিক পুরস্কার অর্জন করেছে।
এবারের জাতীয় শিক্ষা সপ্তাহে শুধুমাত্র প্রধান শিক্ষক হিসেবে নয়, প্রতিষ্ঠান হিসেবেও নারায়ণগঞ্জ হাই স্কুল এণ্ড কলেজ ১৩টি ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।
শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মাহমুদুল হাসান ভূঁইয়া বলেন, “এই অর্জন আমি একা ভাবতে চাই না। নারায়ণগঞ্জ হাই স্কুল এণ্ড কলেজের সব শিক্ষক ও শিক্ষার্থীর জন্যই এটি উৎসর্গ করছি।”
সহকর্মীরা মনে করেন, প্রশাসনিক দৃঢ়তা ও মানবিক নেতৃত্বের সমন্বয়ই তাঁর শক্তি। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ, শিক্ষকদের কাজে স্বাধীনতা দেওয়া এবং নিয়মিত তদারকির মাধ্যমে তিনি একটি দলগত পরিবেশ গড়ে তুলেছেন।
নানা চ্যালেঞ্জের মধ্যেও শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেওয়ার এই প্রচেষ্টা মাহমুদুল হাসান ভূঁইয়ার ব্যক্তিগত সাফল্যের সীমা ছাড়িয়ে প্রতিষ্ঠানটির সম্মিলিত অর্জনে রূপ নিয়েছে। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬-এর এই স্বীকৃতি সেই দীর্ঘ পথচলার স্বাভাবিক ফল।


































