নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১২ নভেম্বর ২০২৫

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাসুদ ভাইয়ের পক্ষে কাজ করতে হবে : সজল

নারায়ণগঞ্জ টাইমস :

প্রকাশিত:১৬:৫১, ১১ নভেম্বর ২০২৫

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাসুদ ভাইয়ের পক্ষে কাজ করতে হবে : সজল

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেছেন, আজকে মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের সংবাদ সম্মেলনে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠন সমস্ত নেতৃবৃন্দরা হয়েছে, শুধুমাত্র যারা প্রার্থী ছিল তারা নেই। ইনশাল্লাহ তাঁরাও থাকবে।

কারন মনোনয়ন ঘোষণা সময়ের আগ থেকেই মাসুদ ভাই দেশের বাইরে ছিল। উনি প্রতিটি প্রার্থী ও বিএনপির নেতাকর্মীদের বাড়িতে যাব এবং তাদের রাগ অভিমান ভাঙ্গবেন। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাসুদ ভাইয়ের পক্ষে কাজ করতে হবে। কারন মাসুদ ভাইকে মনোনয়ন  দিয়েছেন দল। সুতরাং দলের বাইরে যাওয়ার আমাদের কারো সুযোগ নেই। 

মঙ্গলবার ( ১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে নারায়ণগঞ্জ -৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের মিট দ্য প্রেসে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথাগুলো বলেন। 

মনিরুল ইসলাম সজল বলেন, সম্প্রীতি মাসুদ ভাইকে নিয়ে যে অপপ্রচার চলছে সেই বিষয়ে কিন্তু আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয়েছে। আর আজকে কিন্তু মহানগর বিএনপির বিভিন্ন ইউনিট ও সমস্ত অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা রয়েছেন। আর এখানে যারা রয়েছে সবাই নেতৃস্থানীয় ব্যক্তিরাই রয়েছেন কোন কর্মীরা নেই।

ইনশাল্লাহ আপনারা আগামীতে দেখবেন নারায়ণগঞ্জ বিএনপি ঐক্যবদ্ধ। আমরা সকলের মান অভিমান ভাঙ্গিয়ে আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ভাইকে বিপুল ভোটে বিজয় করাব।