নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৫ ডিসেম্বর ২০২৫

ধানের শীষের সাথে কোন বিরোধ  নেই : এ্যাড. আবুল কালাম 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০২, ২৪ ডিসেম্বর ২০২৫

ধানের শীষের সাথে কোন বিরোধ  নেই : এ্যাড. আবুল কালাম 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তিন বারের সাবেক এমপি এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম পূণরায় মনোনয়ন দেয়ায় শোকরানা দোয়ার আয়োজন করেছে তার কর্মী-সমর্থকরা।

বুধবার (২৪ ডিসেম্বর)  তার নিজ এলাকা ২৩নং ওয়ার্ডের নবীগঞ্জস্থ কদমরসুল দরগাহ শরীফ মসজিদে নামাজ আদায় শেষে কর্মী-সমর্থকরা উক্ত দোয়ার মাহফিলের আয়োজন করেন।

দোয়া অনুষ্ঠানে সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আলহাজ্ব আবুল কালাম ছাড়াও অন্যান্যের মধ্যে অংশ তার পুত্র নাসিক’র ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা,প্রবীণ বিএনপি নেতা বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আবু জাফর আহমেদ বাবুল,মহানগর বিএনপির অন্যতম সদস্য মোঃ আওলাদ হোসেন,আলহাজ্ব হান্নান সরকার,সুলতান আহাম্মদ ভূইয়া,এ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা,সাবেক সদস্য আল মামুন,বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা,আমিনুর ইসলাম মিঠু,১৯নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সেলিম,আলমগীর হোসেন আলম,২০নং ওয়ার্ড বিএনপি নেতা মেজবাহউদ্দিন স্বপন,হাজী সামাউন হাবিব,মোঃ স্বপন,পাপ্পু আহাম্মেদ,হুমায়ূন কবিরসহ শত শত নেতাকর্মীবৃন্দ। এতে দোয়া পরিচালনা করেন কদমরসুল দরগাহ শরীফ মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ শরীফুল্লাহ শাহিন।

পরে সকলের অংশগ্রহণে একটি আনন্দ মিছিলে অংশ নেন সাবেক এমপি এ্যাডভোকেট আবুল কালাম। মিছিলটি দরগাহ শরীফ হতে শুরু করে কবিলের মোড় হয়ে লতিফ হাজীর মোড়স্থ আশার ব্যক্তিগত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে এক বক্তব্যে এ্যাডভোকেট আবুল কালাম বলেন,আল্লাহর রহমতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমাকে আগামী দিনের অগ্রনায়ক জনাব তারেক রহমান সাহেব মনোনয়ন দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

আজকে বিভিন্ন স্থান হতে আগত নেতা-কর্মীরা ভালবেসে আমাকে সময় দিয়েছেন এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন,এই মুহুর্তে ধানের শীষে কোন প্রতিদ্ব›িদ্ধ নেই।

যারা আমরা মনোনয়নের জন্য চেষ্টায় ছিলাম তারা সবাই আমরা এক। একে অন্যের সাথে বিরোধ থাকতে পারে,একজন আরেকজকে পছন্দ নাও করতে পারেন কিন্তু ধানের শীষের সাথে কোন বিরোধ নেই। আমি মনে করে ধানের শীষের সঙ্গে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মান জড়িত।

আমি আপনাদের খাদেম আপনাদের গোলাম আপনারা হুকুম করবেন আমি কাজ করবো। আজকের থেকে আমি বলবো এই শহর এই নগরকে সুন্দর করার দায়িত্ব আমার না আমি সবাইকে নিয়েই কাজ করতে চাই।

সম্পর্কিত বিষয়: