নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

১৪ জানুয়ারি ২০২৬

১৪ কোটি টাকা মূল্যের বাড়ির তথ্য গোপন করেছে দিপু!

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩৬, ১৪ জানুয়ারি ২০২৬

১৪ কোটি টাকা মূল্যের বাড়ির তথ্য গোপন করেছে দিপু!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ করেছেন আল-জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি। তিনি বলেছেন, হলফনামায় দিপু বিদেশে তার বাড়ির তথ্য গোপন করেছেন। যেই বাড়ির দাম আনুমানিক ১৪ কোটি টাকা। সাংবাদিক জুলকারনাইন সায়ের তোর ভেরিফাইড ফেসবুক আইডিতে বুধবার (১৪ জানুয়ারি) বিকালে এ নিয়ে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি বিস্তারিত লিখেছেন। তার সেই পোস্ট এখানে হুবহু দেয়া হলো-
নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। 


নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তিনি বিদেশে তাঁর কোন সম্পদ আছে বলে উল্লেখ করেননি। 


তবে অনুসন্ধানে স্পষ্ট প্রমাণিত হয়েছে যে তিনি এবং তাঁর স্ত্রী কানাডার নর্থ ইয়র্ক, টরন্টো'কে যৌথভাবে একটি ১.৬ মিলিয়ন কানাডিয়ান ডলার (প্রায় ১৪ কোটি টাকা) মূল্যের বাড়ির মালিক।  ২০১৫ সালের ২৭ নভেম্বর তাঁরা বাড়িটি ক্রয় করেন।  


২০২৫ সালের মে মাসে এই বাড়িটির ট‍্যাক্সও তাঁরা প্রদান করেছেন, যার রশিদ এই পোস্টে সংযুক্ত করা হয়েছে। 


হলফনামায় কেন বিদেশে থাকা সম্পদ উল্লেখ করেননি, এটা জানতে গতকাল রাতে তাঁর সাথে আমি যোগাযোগ করি। তিনি কানাডায় তাঁর কোন বাড়ি থাকার বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করে বলেন, তাঁর স্ত্রী-সন্তান কানাডায় থাকতো, সন্তানরা সেখানে পড়াশোনা করতো। কিন্তু সেখানে তাঁর কোন বাড়ি নেই। 


তাঁকে স্মরণ করিয়ে দেয়া হয় যে বাড়ির সকল তথ‍্য প্রমাণ বলছে তিনি এবং তাঁর স্ত্রী যৌথ মালিক। 


এরপরও তিনি সত‍্যতা স্বীকার করেননি।


ওন্টারিও ল্যান্ড রেজিস্ট্রি হতে সংগ্রহ করা বাড়ির মালিকানার তথ‍্য, মুস্তাফিজুর রহমান ভূইয়া ও তাঁর স্ত্রী ইয়াসমিন ইসমাইলের প্রদত্ত বাড়ির ট্যাক্স কপি এবং হলফনামায় উল্লেখ করা সম্পদের বিস্তারিত পোস্টে সংযুক্ত করা হলো। 


যারা জনগণকে প্রতিনিধিত্ব করার জন্যে নির্বাচন করছেন, তাঁদের শুরুটা যেন হয় সততার মাধ্যমে, এমনটাই কাম‍্য।

জুলকারনাইন শাহের সামি

সম্পর্কিত বিষয়: