নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৮ আগস্ট ২০২৫

দীপক সাহার পুত্র অপুর মৃত্যুতে পূজা পরিষদের শোক

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

দীপক সাহার পুত্র অপুর মৃত্যুতে পূজা পরিষদের শোক

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দীপক কুমার সাহার ছেলে  দীপেন সাহা অপু আর নেই।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাতে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারনে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৭ বৎসর। তিনি স্ত্রী  ও এক ছেলেসহ অংসখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রবিবার দুপুর ১ টায় মাসদাইর কেন্দ্রীয় মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

দিপক সাহার পুত্র দীপেন সাহা অপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদ।

এক শোকবার্তায় নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা এবং সাধারণ সম্পাদক সুশীল দাস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
 

সম্পর্কিত বিষয়: