নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৬ আগস্ট ২০২৫

সাংবাদিক আলী হোসেন টিটুর মাতার ইন্তেকাল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০২, ৩ আগস্ট ২০২৫

সাংবাদিক আলী হোসেন টিটুর মাতার ইন্তেকাল

দৈনিক রুদ্রবার্তার চীফ ফটো সাংবাদিক আলী হোসেন টিটুর মাতা জহুরা বেগম (৭৯) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার (৩ই আগষ্ট) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে স্ট্রোক জনিত কারণে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। মৃত্যুকালে তিনি সাত ছেলে ও এক কন্যা সন্তানসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার পুত্রসন্তান সাংবাদিক আলী হোসেন টিটু বলেন, কিছুদিন যাবৎ তিনি স্ট্রোক জনিত রোগে ভোগছিলেন। গত তিনদিন আগে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে তাকে ভর্তি করা হয়। রোববার সকালে তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।

রবিবার বাদ আছর কাশীপুর কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে কাশীপুর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।