নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০১ নভেম্বর ২০২৫

চামড়া নিয়ে চালবাজী কেন?

এম এ মাস্উদ বাদল

প্রকাশিত:১৯:১৭, ১০ জুন ২০২৫

চামড়া নিয়ে চালবাজী কেন?

ঈদুল আজহার পূর্বেই সরকার চামড়ার মূল্য নির্ধারণ করে   দিয়েছিল বাস্তবে সরকারের সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে     টেনারী মালিক সিন্ডেকেট গরীব অসহায় মানুষ ও মাদ্রাসার এতিম  ছাত্র-ছাত্রিদের পেটে লাথি মেরেছে!!

সরকারের সিদ্ধান্তকে অমান্য করে নির্ধারিত মূল্যের চার ভাগের   একভাগ মূল্য ও তারা দেয়নি!! দুইশত তিনশত বড়জোর পাচঁশত   টাকায় চামড়া কিনেছে বেপারীগন! টেনারীতে গিয়ে বেপারীদের   কপালে হাত! যে মূল্যে তারা চামড়া কিনেছে সে মূল্যও টেনারী   মালিকগন দেয়নি!!

 ফলে বেপারীগন ও বিরাট লোকসানে পড়েছে! বিষয়টি ভাবতেও অবাক লাগে  সরকারের সিদ্ধান্তকে আবমাননা করে সরকার প্রদত্ত টেনারীতে ওরা কি ভাবে চালাচ্ছে?

অবস্থাদৃষ্টে মনে হচ্ছ দেশে আধো কোন সরকার নেই!! দেশটা এখন হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রী চালাচ্ছেন!! গোটি বিশ্ব যখন এগিয়ে যাচ্ছ তখন আমরা পিছিয়ে হবু গবুর যুগে ফিরে যাচ্ছি!! এটা জাতির চরম দূর্ভাগ্য!!
 

সম্পর্কিত বিষয়: