নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৪ মে ২০২৫

মুসলিম রাষ্ট্র প্রধানগণ সৎপথে আসুন

এম এ মাস্উদ বাদল

প্রকাশিত:২২:০৪, ২৩ মে ২০২৫

মুসলিম রাষ্ট্র প্রধানগণ সৎপথে আসুন

মিথ্যা অজুহাতে আমেরিকা যখন ইরাকে ধ্বংস নীলা চালিয়ে ছিল তখন মুসলিম বিশ্বের নেতারা নাকে তেল  দিয়ে ঘুমিয়েছেন!! 

অনেকে লজ্জাজনকভাবে আমেরিকাকে সহযোগিতা করেই ক্ষান্ত হননি! নিজের দেশে আমেরিকার ঘাটি বানিয়ে ওদের সৈনিকদের মনোরঞ্জনের জন্য মিশর থেকে সুন্দরী যুবতিদের আমদানি করে ছিলেন নার্সিং এর দোহাই দিয়ে!!

সম্পূর্ন মিথ্যা অজুহাতে ইরাকের মাটিকে তামা করা হলো! হাজারো বেসামরিক আবাল বনিতা বৃদ্ধের প্রান সংহার করার পর ইরাক দখল করে সাদ্দামের বংশকে ধ্বংস করা হলো! তখন রাশিয়া একটু হুমকি ধমকী দিলেও কোন র্কায্যকরি  পদক্ষেপ গ্রহন করেনি!

তার একমাত্র কারন মুসলিম দেশ গুলি আমেরিকাকে সহায়তা করার করনেই রাশিয়া কার্য্যত কোন ভূমিকা নিতে পারেনি!

রাশিয়া ইউক্রেন যুদ্ধতো মূলত নেটোর সাথে অর্থ নৈতিক যুদ্ধে জড়িয়েছে রাশিয়া! যার ফলে বাংলাদেশ সহ গোটা বিশ্বেই আর্থিক মন্দা চলছে! এমতাবস্তায় মুসলিম রাষ্ট্র প্রধানরা রাশিয়াকে সর্মথন দিচ্ছেন কি কারনে?

নেটোকে দমন করতে না কি রাশিয়া থেকে কিছু ফায়দা লুটতে? আসলে তারা কি বুঝাতে চাচ্ছেন? ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মত গুলি করে মারছে ইজরাইলিরা সেখানে একমাত্র ইরান মাঝে মধ্যে হুমকি ধামকি দিচ্ছে!

ইদানিং সৌদিসহ কয়েকটি মুসলিম রাষ্ট্র ইজরাইলের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলছেন! প্রয়োজনীয় ব্যাবস্থা কতটা গ্রহন করেনি!বরং আমেরিকার সাথে তাল মিলিয়ে চলছে!!

ইজরাইলিদের মূল চালিকা শক্তি হলো আমেরিকা সেখানে মুসলিম রাষ্ট্র গুলি কার্য্যকরি কোন ভূমিকা নিচ্ছেনা!! অথচ রাশিয়ার জন্য তাদের দরদ উথলে পরার বিষয়টি বোধগম্য হচ্ছে না?

এটাকি রাজনীতি না নোংড়ামি তাও ভেবে পাচ্ছি না?  আসলে এটা আমেরিকাকে সহায়তা করা হচ্ছে! জঙ্গীনেতা কাদিরা রাশিয়ার জন্য আদাজল খেয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করছে! অথচ ইজরাইলের বিরুদ্ধে কোন কথা বলছেন না!! চমৎকার মুসলিম যোদ্ধা!

তোমরা আমেরিকার গোলামী করে নিজেদের আখের গুছানোর চেষ্টা করছো!! মুসলিম জাহান কে মহান আল্লাহতালাই রক্ষা করবেন।
 

সম্পর্কিত বিষয়: