নানা আয়োজনের মধ্যদিয়ে সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর ৫৪ তম মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের কার্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের সভাপতি জি.এম সাদরিলের সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাঈন উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন।
এসময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন বিজয় দিবসের ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
বিশেষ অতিথি ছিলেন বাবু অনুপ কুমার দাস- অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ। মোঃ সামসুদ্দিন আহম্মেদ (টিসিএফঅবঃ) উপদেষ্টা সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ। মোঃ আমিনুল হক- উপদেষ্টা, সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ।
কাজী আঃ হালিম- প্রতিষ্ঠাতা সদস্য সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ। মোঃ মিজানুর রহমান (মাষ্টার)-উপদেষ্টা সিদ্ধিরগঞ্জ প্রগতি সংসদ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে।

































