বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে নবাব সলিমুল্লা রোড বাংলাদেশ হোসিয়ারী কমিনিটি সেন্টার এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু।
এর আগে পবিত্র কোরআন পাঠ করা হয়। পাঠ শেষে মরহুম বেগম খালেদা জিয়া রুহ মাগফিরাত কামনা করা হয়।
এপর লিখিত বক্তব্য পাঠ করেন এসোসিয়েশনের সভাপতি। পরে বার্ষিক সাধারণ সভায় উত্থাপিত গৃহিত সিদ্ধান্ত বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন ব্যবসায়ীদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।
সভায় সভাপতি বদু বলেন, আমরা প্রথম চাঁদাবাজদের বিরুদ্ধে লাঠির মিছিল বের করেছি। যার চাঁদাবাজদের দৌরাত্ম্যে কমে।
সভায় আরও বক্তব্য রাখেন সহ সভাপতি (জেনারেল) আবদুস সবুর খান সেন্টু, সহ সভাপতি (এসোসিয়েট) সাঈদ আহমেদ স্বপন।
এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েট গ্রুপের পরিচালক জেনারেল গ্রপের মো দুলাল মল্লিক, মো আবদুল হাই, মো মিজানুর রহমান, মো পারভেজ মল্লিক, মো.শাহীন হোসেন, মো আতাউর রহমান, মো মনির হোসেন , মোহাম্মদ ফতেরেজা, মো মাসুদুর রহমান, বাবু বৈদ্যনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু, মো নাছির শেখ, সোবাহান তালুকদার, নাছিম আহমেদ, মো. বিল্লা হোসেন প্রমুখ।


































