নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ জানুয়ারি ২০২৬

দলিল লিখক ও তল্লাশিকারক সমিতির আয়োজনে 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৬, ৮ জানুয়ারি ২০২৬

দলিল লিখক ও তল্লাশিকারক সমিতির আয়োজনে 

নারায়ণগঞ্জ সদর দলিল লিখক সমিতি ও নারায়ণগঞ্জ জেলা তল্লাশিকারক কল্যাণ সমিতির আয়োজনে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ রেজিস্ট্রেশন কমপ্লেক্স প্রাঙ্গণে এ  দোয়া, মিলাদ মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক ও দলিল লেখক ইকবাল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম-আহবায়ক ও দলিল লেখক মোফাজ্জল হোসেন আনোয়ার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও তল্লাশী কারক তপন ভূইয়া তপু ও ছাত্রদল নেতা ও তল্লাশী কারক রাজু মৃধার সার্বিক সহযোগিতায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর সাব রেজিস্টার আবদুল্লাহ আল ইমাম এবং  ফতুল্লা সাব রেজিস্টার আদনান নোমানসহ অন্যান্য দলিল লেখকগণ।

দোয়া ও মিলাদ মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতাকর্মীরা বলেন, সাবেক তিন,তিন বারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, গনতন্ত্রের মা, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, বিএনপির চেয়ারপাসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন বেহেস্ত নসিব করেন। 
 

সম্পর্কিত বিষয়: