নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে শনিবার দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১২, ৯ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে শনিবার দিনব্যাপি বাংলাদেশ লেখক সম্মেলন

‘শান্তির পৃথিবী চাই, ন্যায়-সুন্দর স্বদেশ চাই ‘ শ্লোগানকে ধারণ আন্তর্জাতিক লেখক দিবস ২০২৫ উপলক্ষে জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ -এর উদ্যোগে দিনব্যাপী ‘বাংলাদেশ লেখক সম্মেলন ২০২৫-২৬’  অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক লেখক দিবস উদযাপন পরিষদ নারায়ণগঞ্জের আয়োজিত সিধান্ত অনুযায়ি শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টায় জমায়েত। সাড়ে নয়টায় কবিতার শান্তিযাত্রা’র মাধ্যমে শুরু করে দিনব্যাপী  নানান আয়োজনে নারায়ণগঞ্জ জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ লেখক সম্মেলন অনুষ্ঠিত হবে। 

সকাল ১০ টায় উদ্বোধনী পর্বে শফিকুল ইসলাম আরজুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন আবুল কালাম আজাদ।  সঞ্চালনায় থাকছেন মাকসুদা ইয়াসমিন। 

বেলা ১১টায় সেমিনার পর্বে ফরিদুল মাইয়ানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখবেন মোহম্মদ আল মনির। সঞ্চালনায় থাকছেন মাসুদ রানা সবুজ।

দুপুর ২টা থেকে ৩টা কবিতা পাঠ পর্ব-১ সালমা ডলির সভাপতিত্বে সঞ্চালনায় থাকছেন রাজলক্ষ্মী। 
বিকাল ৩টা-৪টা কবিতা পাঠ পর্ব-২ এ আল আশরাফ বিন্ধুর সভাপতিত্বে সঞ্চালনায় থাকছেন সোনিয়া দেওয়ান প্রীতি। 

বিকাল ৪টা-৮টা আলোচনা ও সমাপনী পর্বে কাজী আনিসুল হক হীরার সভাপতিত্বে, স্বাগত বক্তব্য রাখবেন কবি আসাদুল্লাহ, শুভেচ্ছা বক্তব্য রাখবেন কবি ইউসুফ রেজা, সঞ্চালনায় থাকছেন মিথুন খান।

বিভিন্ন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় ও দেশবরেণ্য কবিসাহিত্যিকবৃন্দ। 

উল্লেখ্য, আন্তর্জাতিক লেখক দিবস  উদযাপন পরিষদ নারয়ণগঞ্জ-এর তালিকা সমন্বয়কারী শফিকুল ইসলাম আরজু,  আহবায়ক  ফরিদুল মাইয়ানম,  যুগ্ন আহবায়ক বাপ্পি সাহা, যুগ্ম আহবায়ক  মোহাম্মদ আল মনির, সদস্য সচিব আবুল কালাম আজাদ।  

সদস্য আল আশরাফ বিন্ধু, সালমা ডলি, জহিরুল ইসলাম বিদ্যুৎ, সুমন সরকার, সোনিয়া দেওয়ান প্রীতি, রাজলক্ষ্মী, মাকসুদা ইয়াসমিন, সাজ্জাদ আহমেদ খোকন, মাসুদ রানা লাল, মাসুদ রানা সবুজ, জাহাঙ্গীর হোসেন, মিথুন খান, তাসলিমা আক্তার পারভিন, নুর ইসলাম বাদল, সাথী সরদার,        এস এ বিপ্লব, শুক্কুর মাহমুদ জুয়েল, জয়নুল আবেদিন জয়, ওয়ারদে রহমান, কাউসার আক্তার পান্না ও সাদ্দাম মোহাম্মদ। 
 

সম্পর্কিত বিষয়: