নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১৬ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২৩:২৯, ১৫ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের উদ্যোগে গতকাল বুধবার নরসিংদী ড্রীম হলি ডে পার্কে ক্লাব সদস্যের পরিবার ও সাংবাদিকদের পরিবার নিয়ে আনন্দ ভ্রমন - ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সদস্য সহ তাদের পরিবারের সম্বনয়ে এক মিলন মেলার পরিনত হয়।

সকাল ৮ টায় শহরের গলাচিপা মোড় থেকে ২ য় তলা বিআরটিসি বাসযোগে আনন্দ ভ্রমনের যাত্রা শুরু হয়। বাসের ভিতরে সকালের নাস্তার পব শেষ করে একে অপরেরর সাথে গল্প গুজবের মধ্যে দিয়ে বেলা ১১ টায় নরসিংদী ড্রীম হলিডে পাকে পৌছান।

পাকের ভিতরে প্রবেশ করে নিদিষ্ট ভেনু মেঠােপথে খানেকটা বিশ্রাম নিয়ে সকলে এদিক সেদিক ঘুড়াফেরা আর বিভিন্ন রাইডসে চড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। দুপুর দেড়টায় পুরুষ - মহিলাদের মিউজিক চেয়ার খেলা অনুষ্ঠিত হয়। দুপরেরে খাবার শেষ করে সকলেই সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের গানে নেচে উঠে সবাই।

সকলেই তাদের পরিবার নিয়ে আনন্দে মেতে উঠেন। অনুষ্ঠানের প্রধান আকষণ রেফেল ড্র ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কাজী মোঃ ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি রেলমন্ত্রনালয়ের উপ - সচিব মোঃ রেজাউল করীম। আরো উপস্থিত ছিলো আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবীর, নারায়ণগঞ্জ ক্লাব সদস্য হাজী সাইফুল আলম, ইকবাল হাবিব, এডভোকেট রাকিবুর হাসান শিমুল, মোঃ মঞ্জুরুল হোসেন, নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ দীল মোহাম্মদ দীলু, সহ - সভাপতি এ এস এম এনামূল হক প্রিন্স, সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুগ্ন - সম্পাদক মোঃ মোক্তার হোসেন,  প্রচার সম্পাদক হাজী মোতালিব, কাযনিবাহী সদস্য মোঃ আবু রায়হান। আরা উপস্থিত ছিলো স্থায়ী সদস্য মোঃ জসিমউদ্দীন, এডভোকেট শহীদুল ইসলাম টিটু, মোঃ শহীদুল্লাহ টিটু, মোঃ জিয়াউর রহমান, সৈয়দ আবদুল্লাহ আল মামুন, সুমি আক্তার, নিশি আক্তার, মোঃ ইব্রাহীম খলিল, কাজী মোঃ আসলাম মিয়া সহ সাংবাদিক পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ। মিউজিক চেয়ারে পুরুষদের খেলায় ১ ম স্থান নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোঃ দেলােয়ার হোমেন, ২ য় মোঃ সেলিম, ৩ য় মোঃ হুমায়ুন কবীর।

অপরদিকে মহিলাদের মিউজিক চেয়ারে ১ম স্থান সুমী, ২ য় শংগীতা ও ৩ য় মেহেজারিন সুলতানা মম বিজয়ী হন। র‌্যাফেল ড্রতে ১ম পুরস্কার বিজয়ী সাংবাদিক শহীদুল্লাহ টিটু, ২ য় সাধারন সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ৩য় কাযনিবাহী সদস্য মোঃ আবু রায়হানসহ খেলাধূলার বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে কবিতা আবৃতি করে কবি মৃতঞ্জয়দও ও রায়হান কবীর। সংগীত পরিবেশন করে মোঃ হুমায়ুন কবীর, সুষমিতা, সংগীতা ও তবলায় ছিলো রঞ্জন।

পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্যে রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব কাজী মোঃ ইসলাম মিয়া। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ মোক্তার  হোসেন।

সম্পর্কিত বিষয়: