নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১০ মে ২০২৫

সোনারগাঁয়ে ৬ দোকানিকে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩০, ১৯ মার্চ ২০২৪

সোনারগাঁয়ে ৬ দোকানিকে জরিমানা

সোনারগাঁয়ে পণ্যের মূল্য তালিকা না ঝুলানো, রাস্তায় দোকান বসানো ও বেশি দামে (তরমুজ) পণ্য বিক্রি করা অপরাধে ৬ দোকানিকে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার মোগরাপাড়া বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর মনিটরিং করার জন্য এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইব্রাহীমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সোনারগাঁ থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগীতা করেন।

এছাড়াও নির্বাহী মাজিস্ট্রেট মো. ইব্রাহীম বাজারের প্রতিটি দোকানিকে মূল্য তালিকা ঝুলানোর জন্য তাগিদ দেন। কেউ যেন অতিরিক্ত মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করে ক্রেতা সাধারণকে না ঠকান সে ব্যাপারেও তিনি তাদেরকে কঠোর হুঁশিয়ারি দেন।