নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৩ জুলাই ২০২৫

বন্দরে গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে বেতনের টাকা লুট

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৬, ১৭ জুলাই ২০২৪

বন্দরে গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে বেতনের টাকা লুট

বন্দরে সিমান্ত (২২) নামে এক গার্মেন্টস শ্রমিককে কুপিয়ে বেতনের টাকা লুটে নিয়ে গেছে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল। মঙ্গলবার দিবাগত  রাত ১০ টার বন্দর থানার  লাঙ্গলবন্দ বাস স্ট্যান্ডের উত্তর পাশে জোড়া খাম্বার গলির রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত গার্মেন্টস শ্রমিক সিমান্ত বন্দর উপজেলার মহজুমপুর এলাকার মোক্তার হোসেনের ছেলে।

আহত সিমান্ত গনমাধ্যমকে জানান, গত মঙ্গলবার কোম্পানী শ্রমিকদের বেতন  যার যার ব্যাংক একাউন্টে  পাঠিয়ে দেন। ডিউটি শেষে রাতে  ডাচ্ বাংলা ব্যাংক সোনারগাঁও শাখার বুথ থেকে ১৫ হাজার টাকা উত্তোলন করে নিজ বাড়িতে ফিরছিলাম।

 বাস থেকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে নেমে রাস্তা পারাপার হয়ে উত্তর পাশে বাড়ির রাস্তায় পৌঁছালে  দুইটি মোটরসাইকেলে ৪ জন প্রথমে  পথরোধ করে। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে দাড়ালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে প্যান্টের পকেট থেকে টাকা ছিনিয়ে নিয়ে যায়।  

সম্পর্কিত বিষয়: