গত ৫আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর পালিয়ে যায় আওয়ামীলীগের অনেক নেতাকর্মী। এদের মধ্যে অনেকে দেশ ত্যাগ করেন। তবে অনেক নেতা বিএনপির নেতাদের সঙ্গে আঁতাত করে এলাকায় ফিরে আসার চেষ্টা করেন।
অনেকে এলাকায় এসে অবস্থান করছেনও। এলাকা ছেড়ে পালিয়ে যাওয়া নেতাদের মধ্যে ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ লিটন ও তার ভাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাসেল আহমেদ মাসুম অন্যতম।
তবে গত দু'দিন ধরে এলাকায় ফিরে আসার গুঞ্জন শুরু হয়েছে। ফতুল্লার মাদকের ডন হিসেবে পরিচিত লিটন-মাসুমের ফিরে আসাকে ভালো দৃষ্টিতে দেখছে না স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, স্টীল মিলের শ্রমিক থেকে জাতীয় পার্টি হয়ে আওয়ামীলীগে যোগ দিয়েই যেনো আলাদিনের চেরাগ পেয়েছেন ফতুল্লা থানা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি মাদকের ডন খ্যাত ফরিদ আহম্মেদ লিটন। পর্দার আড়ালে থেকে সে ছোট ভাই ফতুল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভােতি রাসেল আহম্মেদ মাসুম কে দিয়ে নিয়ন্ত্রণ করতো ফতুল্লাঞ্চলের বিশাল মাদক বাজার। এতে গত দেড় দশকে শূন্য থেকে শতকোটি টাকার সম্পদের মালিক বনে গেছেন।
নব্বই দশকে মানুষের সহযোগীতা নিয়ে পিতার চিকিৎসা করানো হলেও এখন অঢেল সম্পদের মালিক। জীবনে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায়ও যায়নি, কিন্তু এখন কোটি টাকার গাড়ি হাকিয়ে চলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ লিটন।
অনুসন্ধানে জানাগেছে, নব্বইয়ের শেষ সময়ে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন ফরিদ আহমেদ লিটন। এরশাদ সরকারের পতনের পর বিএনপির পুরো সময় স্টীল মিলে চাকুরি করে সময় পাড় করেন। আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর পরই সক্রিয় হয়ে ওঠেন রাজনীতিতে। ভোলপাল্টে সহজেই বাগিয়ে নেন ফতুল্লা ইউনিয়ন যুবলীগের পদ। আওয়ামীলীগে ভর করেই শুরু হয় তার অপকর্ম।
মাদক ব্যবসা, ভূমি দস্যুতা, জমি বেচাকেনায় চাঁদাবাজিসহ নানা অপকর্মে জড়িয়ে পড়েন। অল্প সময়ের মধ্যে বিশাল বাহিনী গড়ে তোলেন লিটন-মাসুম। ফতুল্লার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় ঘিরে মাদকের বিশাল হাট গড়ে তোলেন দু'ভাই। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মাসুম-লিটন বাহিনীও আত্মগোপনে চলে যায়। পালিয়ে যায় তাঁদের গড়ে তোলা বিশাল বাহিনীর সদস্যরাও।
তবে লিটন-মাসুম এলাকায় ফিরে আসার খবরে নতুন করে সমালোচনা শুরু হয়েছে দুই ভাইয়ের অতীত কর্মকান্ড নিয়ে। একই সাথে এলাকাবাসীদের মাঝে দেখা দিয়েছে আতংক।


































