নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৮ আগস্ট ২০২৫

বন্দরে দুই ছিনতাকারীকে পুলিশে দিলা জনতা  

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৪৩, ২২ জানুয়ারি ২০২৫

বন্দরে দুই ছিনতাকারীকে পুলিশে দিলা জনতা  

বন্দরে দিন দুপুরে ২ ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে স্থানীয় জনতা। আটককৃত ছিনতাইকারীরা হলো বন্দর উপজেলার চর ঘারমোড়া এলাকার মৃত নূর জামাল মিয়ার ছেলে রাসেল (৩৫) ও একই এলাকার মিজান মিয়ার ছেলে মিশুক চালক রিপন (৩২)।

বুধবার (২২ জানুয়ারী) বেলা ১১টায় বন্দর উপজেলার ঘারমোড়া এলাকা থেকে এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়। এর আগে গত শনিবার (১৮ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় বন্দর বালুচর এলাকায় ওই ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে,  গত শনিবার সন্ধ্যা ৭টায় ঘারমোড়া এলাকার জহির উদ্দিন মিয়ার ছেলে সনেট (২৮) তার আত্মীয় বাড়ি বালুচর এলাকায় দাওয়াতে যায়।

ওই সময় ছিনতাইকারী রাসেল ও রিপনসহ অজ্ঞাত নামা ৪/৫ জন দাওয়াতে আসা যুবক সনেটকে রাস্তা থেকে জোর পূর্বক তুলে  নির্ঝন এলাকায় নিয়ে বেদম ভাবে পিটিয়ে নগদ টাকা ও মোবাইলসহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়।

বুধবার সকালে ভুক্তভোগী যুবক সনেট উল্লেখিত ছিনতাইকারিদের চিন ফেললে  এলাকাবাসীকে সাথে নিয়ে ঘারমোড়া এলাকা থেকে এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে।