নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ মে ২০২৫

সিদ্ধিরগঞ্জে ৩ দিন ধরে নিখোঁজ বৃদ্ধা লুৎফুন নেছা রানু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:০৯, ২৬ জানুয়ারি ২০২৫

সিদ্ধিরগঞ্জে ৩ দিন ধরে নিখোঁজ বৃদ্ধা লুৎফুন নেছা রানু

গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন বৃদ্ধা লুৎফুন নেছা রানু (৬০)। ২৪ জানুয়ারী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতেনপাড়া এলাকা থেকে প্রতিদিনের ন্যায় সকালে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন তিনি। তার গায়ের রং শ্যামলা বর্ন, উচ্চতা ৪ ফুট ১১ ইঞ্চি। 

নিখোঁজের সময় লুৎফুন নেছা রানুর পরনে ছিল এস কালার রং এর বোরখা ও হলুদ রং এর ওরনা। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি বাতেনপাড়া জামে মসজিদের তেরা মার্কেট মোল্লাবাড়ির এলাকার বাসিন্দা। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

লুৎফুন নেছা রানুর মেয়ের জামাতা কাউসার আহমেদ প্লাবন জানান, হারিয়ে যাওয়া বৃদ্ধার খোঁজ পেলে নিকটস্থ থানা কিংবা ০১৮-১৯৬৬৬৬৯৩ (মেয়ের জামাতা) এর মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।