বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বৃহত্তর শিবু মার্কেট অঞ্চলের কুতুব আইল, কায়েমপুর, লামাপাড়া, লামাপাড়া, নয়ামাটি ও কুতুবপুর এলাকাবাসীর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সরকারি তোলারাম কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক ভিপি মাশুকুল ইসলাম রাজিব।
শুক্রবার (১৪ মার্চ) জামিয়া আরবিয়া হাজী সাইজুদ্দীন মাদ্রাসা মাঠ মাদ্রাসার এতিমখানার ছাত্র ও সাধারণ মানুষকে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে ইফতার আগ মুহূর্তে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকো ও শিশু আছিয়ার বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি'র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
সাবেক ছাত্রনেতা আরিফুর রহমান আরিফের সভাপতিত্বে ও সরকারি তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক মেহেদী হাসান শ্যামলের সঞ্চালনায় এবং বিশিষ্ট সমাজসেবক কবির হোসেন খোকান ও মহানগর তরুণ দলের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান রবিনের সার্বিক তত্ত্বাবধানে দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক আঃ জব্বার, খায়রুল কবির মুন্না, বিএনপি নেতা রাসেল প্রধান, সাদেকুর রহমান সাদেক, যুবদল নেতা আব্দুল হক, মীর জনি, শাহাদাৎ হোসেন, কামাল হোসেন, এড. সাদ্দাম হোসেন, এড. শামীম মিয়া, সাজ্জাদ হোসেন, শাকিল, নাজমুল হক, মো. রবিন, ফজলে রাব্বি, আতাউর রহমান, আব্দুল আহাদ, আব্দুল হক, হাফিজুল ইসলাম, বাবু, জেলা যুবদলের সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, তোলারাম কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজমুল হাসান, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা আলম রতন,রুবেল কিবরিয়া, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এসকে শাহিন, জেলা ছাত্রদলের সাবেক সহ- সভাপতি সাগর সিদ্দিকী, সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


































