নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০২ মে ২০২৫

সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষা ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩১, ১০ এপ্রিল ২০২৫

সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষা ঘিরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচি 

সিদ্ধিরগঞ্জের আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এবার সিদ্ধিরগঞ্জের ১০টি বিদ্যালয়ের প্রায় ১ হাজার ২৩৪ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিয়েছে।

পরীক্ষার প্রথমদিনে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে শিক্ষার্থীদের সুশৃংখলভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে ট্রাফিকের ভূমিকা পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এছাড়া অভিভাবকদের বিশুদ্ধ পানি সরবরাহ করার পাশাপাশি পরীক্ষার্থীদের সাহাযার্থে হেল্প ডেস্ক বসানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক মেহরাব হোসেন প্রভাতের নেতৃত্বে সকাল ৯টা থেকে পরীক্ষা কেন্দ্রের চারপাশে অবস্থান নেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সদস্য সচিব ফারদিন ইসলাম রোহান, আব্দুল হামিদ শ্যামল, এম.এইচ. আরিফ, মোঃ ফাহিম, সুজন খান, রাব্বি, অন্তর সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

মেহরাব হোসেন প্রভাত বলেন, পরীক্ষার্থীরা নানবিধ কারণে মানসিক চাপে থাকে। এর মাঝে যানজট তাদের চাপকে অনেকাংশে বাড়িয় দেয়। আমরা যেদিনগুলোতে পরীক্ষা থাকবে সে দিনগুলোতে তারা যেন নির্বিঘ্নে পরীক্ষার হলে পৌছাতে পারে তার জন্য কাজ করে যাবো।

এছাড়া পরীক্ষার্থীদের জন্য হেল্প ডেস্ক বসানো হয়েছে। অভিভাবকদের বিশুদ্ধ পানি সরবরাহের পাশাপাশি তারা যাতে সুশৃংখলভাবে নিরাপদে তাদের সন্তানদের নিয়ে আসা যাওয়া করতে পারে এ জন্য আমরা সর্বাত্মক সতর্ক অবস্থানে থাকবো পরীক্ষা চলাকালীন সময়ে।