নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১২ মে ২০২৫

বন্দরে আমেরিকা প্রবাসী পরিত্যক্ত বাড়িতে অগ্নিকাণ্ড  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৪, ১১ মে ২০২৫

বন্দরে আমেরিকা প্রবাসী পরিত্যক্ত বাড়িতে অগ্নিকাণ্ড  

বন্দরে আমেরিকা প্রবাসী পরিত্যক্ত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও  একটি টিনের ঘর পুড়ে গিয়ে ৫০ হাজার টাকা ক্ষতিসাধন হয়েছে। 

রোববার (১১ মে) দুপুর সাড়ে ১২টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের সোনাকান্দাস্থ  আমেরিকা প্রবাসী হোসনেআরা বেগমের পরিত্যক্ত বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে  এলাকাবাসী সহায়তায় ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

জানা গেছে, সোনাকান্দা এলাকার আমেরিকা প্রবাসী হোসনেআরা বেগমের কেয়ারটেকার আনোয়ার হোসেন মিয়ার পরিত্যক্ত টিনের দোচলা ঘরে আগুনের সূত্রপাত ঘটে।

মুহুর্তের মধ্যে আগুন চারদিকেত ছড়িয়ে পরলে স্থানীয় এলাকাবাসী বন্দর ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে দমকল বাহিনী ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে,  বৈদ্যুতিক শট-সার্কিট  থেকে আগুনের সূত্রপাত ঘটেছে । এ ঘটনায় কোন আহতের সংবাদ পাওয়া যায়নি। সংবাদ পেয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছে।