নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৩ মে ২০২৫

বন্দরে মাদ্রাসার শিক্ষিকাকে শ্লীতলাহানীর চেষ্টা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৪৮, ২১ মে ২০২৫

বন্দরে মাদ্রাসার শিক্ষিকাকে শ্লীতলাহানীর চেষ্টা

বন্দরে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে  মাদ্রাসার শিক্ষিকাকে অকথ্য ভাষায়  গালিগালাজ করে শ্লীতলাহানীর চেষ্টা ও প্রাননাশের হুমকি দেওয়ার  ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকার স্বামী নুরুল ইসলাম বাদী হয়ে প্রাননাশের  হুমকি ঘটনার ১০ দিন পর  বুধবার (২১ মে) দুপুরে প্রতিপক্ষ মোসলে উদ্দিন, বাতেন মিয়া ও তাইজুল ইসলামের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শনিবার ( ১০ মে) বন্দর উপজেলার পিচকামতাল এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে বন্দর উপজেলার পিচকামতাল এলাকার আফসার উদ্দিন মিয়ার ছেলে অভিযোগের বাদী নুরুল ইসলাম জানান, বন্দর উপজেলার পিচকামতাল এলাকার মৃত তালেব মেম্বারের ছেলে তারেই বোন জামাই মোসলে উদ্দিনের সাথে  দীর্ঘ দিন যাবৎ সম্পত্তি সংক্রান্ত বিরোধ চলার কারণে একই এলাকার মৃত কফিল উদ্দিন মিয়ার ছেলে বিবাদী বাতেন মিয়া ও আফসার উদ্দিন মিয়ার ছেলে তাজুল ইসলাম আমার সাথে অযথা ঝগড়া, মারধর করে  আমাকে যখন তখন প্রাণ নাশের হুমকি প্রদর্শন করিয়া আসছে।

এর ধারাবাহিকতা গত শনিবার (১০ মে) সকালে  আমার স্ত্রী  মাদ্রাসায় যাওয়ার সময় ২নং বিবাদী বাতেন ও ৩ নং বিবাদী তাজুল ইসলাম আমার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাননাশের হুমকি দিয়ে  শ্লীতলাহানীর চেষ্টা করে। এছাড়াও  ১নং বিবাদী মোসলে উদ্দিন বিএনপি'র নাম ভাঙ্গিয়ে আমাকে জোর পূর্বক আমার পৈত্রিক সম্পত্তি হইতে আমাকে বেদখল করার পায়তারা করিয়া আসিতেছে।

১নং বিবাদী মোসলে উদ্দিন বন্দর থানা বিএনপির নামে চাঁদা বাজী, অবৈধ জমি দখল সহ আরো অন্যান্য অপকর্মের সাথে লিপ্ত আছে। সকল বিবাদীগণের অনৈতিক কর্মকান্ডে অতিষ্ট হয়ে উঠেছি। এ অবস্থা থেকে রেহাই  পাওয়ার জন্য বন্দর থানার অফিসার ইনর্চাজের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।