
বন্দরে লাকি স্টোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় নগদ ২ লাখ টাকা ও আরো ৩ লাখ টাকার মালামাল পুড়ে গিয়ে ৫ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে বলে দোকান মালিক গণমাধ্যমকে এ কথা জানিয়েছে।
তবে এ ঘটনায় আহত বা নিহতের কোন সংবাদ পাওয়া যায়নি। গত মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টায় বন্দর ১নং খেয়াঘাটস্থ সুরুজ্জামাল টাওয়ারে নিচে লাকি স্টোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা দোকানের ভিতরে আগুন দেখতে পেয়ে আগুন নিভানোর জন্য এগিয়ে আসলেও আগুনের কবল থেকে দোকানটি রক্ষা করতে পারেনি।