নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৮ জুলাই ২০২৫

'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে জালকুড়িতে বৃক্ষ রোপণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৭:৫৬, ৭ জুলাই ২০২৫

'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে জালকুড়িতে বৃক্ষ রোপণ

জেলা প্রশাসন কর্তৃক গৃহীত 'গ্রিন এন্ড ক্লিন' কর্মসূচি বাস্তবায়নে সদর উপজেলার জালকুড়ি বাসস্ট্যান্ড হতে দশ পাইপ সড়ক, জালকুড়ি ডিএনডি খাল সংলগ্ন রাস্তার দুপাশে ও ফকির রোডে ১ হাজার ৫ শত বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

রবিবার (৭ জুলাই) সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বৃক্ষ রোপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। 

এ সময় জেলা প্রশাসক বলেন, 'গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ' কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ১ লক্ষ বৃক্ষ রোপন কার্যক্রম শীঘ্রই সফলভাবে সমাপ্ত হবে। একইসাথে ক্লিন কার্যক্রমের অংশ হিসেবে বর্জ্য ব্যবস্থাপনা ও জেলার বড় খালগুলো পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের জন্য পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম চলমান আছে। আশা করি খুব তাড়াতাড়ি নারায়ণগঞ্জবাসী এর সুফল ভোগ করবে।

উদ্ধোধন অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) মোঃ আব্দুল ওয়ারেছ আনসারী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর আলম, সিদ্ধিরগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ফতুল্লা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ স্বেচ্ছাসেবী সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।