
রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ছয় জুলাই রোববার মধ্যরাতে উপজেলার চনপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার আকরাম হোসেন, আইয়ুব আলী, ইসহাক মিয়া, রুবেল মিয়া, ইউনুস আলী, কামাল হোসেন ও রাজু খন্দকার।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকায় একদল ডাকাত ডাকাতের প্রস্তুতি নিচ্ছিল বলে সংবাদ আসে।
পরে সেখানে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করে ওই সাতজনকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতদের সঙ্গে থাকা চাইনিজ পুরাল ছোরা চাপাতি সহ প্রায় ১৬ টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরো মামলা রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।