
নারায়ণগঞ্জ জেলা ও আড়াইহাজার উপজেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নবগঠিত কমিটির পরিচিত সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সোমবার (৭ জুলাই) সকাল এগারোটায় আড়াইহাজার রয়েল রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আড়াইহাজার উপজেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা জানানো হয় এবং তাঁদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা তাঁদের বক্তব্যে ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে আশাবাদ প্রকাশ করেন বলেন, আগামী দিনে জেলাসহ আশপাশের পাঁচটি উপজেলা ও থানার সকল প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে এসোসিয়েশনকে এগিয়ে নিয়ে যাবে। আমরা চিকিৎসা সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সেবার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আড়াইহাজার উপজেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান হাবু'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলী আকবরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি ডাঃ মজিবুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ ফারুকুল ইসলাম, বিশেষ অতিথি জেলা হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মো: মাহাবুব রহমান মাহাবুব, আড়াইহাজার উপজেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের উপদেষ্টা জুয়েল আহমেদ, উপদেষ্টা সাখাওয়াত হোসেন বুলবুল, আড়াইহাজার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব।
এছাড়াও অতিথি হিসেবে জেলা ও আড়াইহাজার উপজেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।