
ফতুল্লার বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য দিদার হোসেন এখন সদ্য ঘোষিত ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি যুগ্ম সম্পাদক। তিনি রাধানগর এলাকার জজ মিয়ার ছেলে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, সম্প্রতি ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া বক্তাবলী ইউনিয়ন বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
যেখান নজরুল ইসলাম প্রধানকে সভাপতি ও মতিউর রহমান ফকিরকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটিত যুগ্ম সম্পাদক পদে আওয়ামী লীগের চিহ্নিত সদস্য রাধারনগর এলাকার দিদার হোসেনকে পদায়ন করা হয়।
ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতাকর্মীরা জানান, বিগত ১৭ বছর আন্দোলন-সংগ্রামে যারা ছিলেন না, যারা আওয়ামী লীগর সাথে জড়িত ছিলেন, তারাই আজ বিএনপিতে পদ পাচ্ছেন। আর যারা আন্দোলন করত গিয়ে হামলা-মামলার শিকার হলেন, তারা এখন বঞ্চিত। এ ধরনের কমিটি আমরা বক্তাবলী বিএনপি মেনে নেবো না।
কমিটিত দিদারের অন্তর্ভুক্তি প্রসঙ্গে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু বলেন, ইউনিয়ন বিএনপির দায়িত্বপ্রাপ্তরা যে তালিকা দিয়েছিল সে তালিকা অনুমোদন করা হয়েছে।
কমিটি অনুমোদনের পর দিদারের বিষয়টি আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রমাণিত হলে তার পদ অবশ্যই স্থগিত করা হবে।
সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূইয়া বলেন, যারা কমিটিতে পদ পেয়েছেন তারা সবাই ত্যাগী। দুই একজনকে নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটা তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি। আমরা আওয়ামী দোসরদের কমিটিতেতো পরে, দলের সদস্যও করবো না।