
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭নং ওয়ার্ড কদমতলী এলাকার বাসিন্দা প্রবাস ফেরৎ তাজুল ইসলাম সম্প্রতি একটি কু-চক্রী মহলের ষড়যন্ত্রের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর দাবি এই মহলটি তাঁর সামাজিক গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে নষ্ট করার উদ্দেশ্যে নানান অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তিনি জানান, গত ১৫ আগস্ট পর্যন্ত আমি প্রবাসে ছিলাম। বেশিরভাগ সময় আমি দেশের বাইরে কাটিয়েছি, বছরে একাধিকবার দেশে আসার সুযোগও হতো না। আওয়ামী লীগ সরকারের আমলে আমাকে দলীয়ভাবে সম্পৃক্ত করার জন্য একাধিক প্রচেষ্টা চালানো হয়, কিন্তু আমি তাতে সাড়া দিইনি। এমনকি এ কারণে টানা তিন বছর দেশে আসিনি।
তাজুল ইসলাম আরও বলেন, আমি সবসময় সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম, এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে আমার সুসম্পর্ক ছিল ও এখনও আছে। এটাই কিছু কুচক্রী মহলের গাত্রদাহের কারণ। ফলে তারা আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে আমাকে সামাজিকভাবে হেয় ও হয়রানির চেষ্টা করছে। অথচ আমার নামে কখনও কোনো মামলা বা থানায় অভিযোগ ছিল না। আমি রাজনৈতিকভাবেও সক্রিয় নই।
তিনি বলেন, গত ৫ আগস্ট আমি দেশে ছিলাম না। অথচ ওই দিন আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এবং আমার পরিবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি।
আমি মনে করি, বাংলাদেশের রাজনীতিতে নিঃস্বার্থভাবে যারা দেশ ও মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন, শহীদ জিয়া তাঁদের মধ্যে অগ্রগণ্য।
বর্তমানে আদমজী ইপিজেড এলাকায় ছোট পরিসরে ব্যবসা শুরু করতে আগ্রহ প্রকাশ করার পর থেকেই তিনি নানা রকম হুমকি ও বাধার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন তাজুল ইসলাম।
তাঁর ভাষায়, “যারা এইসব চক্রান্তে লিপ্ত, তারা মূলত বর্তমান রাজনৈতিক পরিবেশ ও দলগুলোর ভাবমূর্তি নষ্ট করতেই এসব অপকৌশল ব্যবহার করছে। আমি বিশ্বাস করি, শহীদ জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে যারা রাজনীতি করবে, তারাই সফলতা লাভ করবে।