নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৭ জুলাই ২০২৫

আড়াইহাজার অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৬:০৯, ২৬ জুলাই ২০২৫

আড়াইহাজার অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান

আড়াইহাজার বাজারকে যানজট নিরসনে ফুটপাত ও সড়কে অবৈধ হকার উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা  হয়েছে।  শনিবার  সকাল ১০ টা থেকে শুরু হয়ে ১টা পর্যন্ত দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন অভিযানে নেতৃত্ব দেন। এসময় অর্ধশতাধিক ফুটপাত দখলকারীকে সড়ক থেকে উচ্ছেদ করা হয়। সাথে আরও অর্ধশতাধিক দোকানীকে সতর্ক করা হয়।  অভিযানে আরও অংশগ্রহণ করেন পুলিশ ও আনসার সদস্যরা। 

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন জানান, রাস্তার দুপাশ দিয়ে যানবাহন চলাচলের  সুবিধার্থে এবং রাস্তার যানজট নিরসনের লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাত হোসেন জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।