নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৮ সেপ্টেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ৭৫ বছর বয়সী বৃদ্ধা নিখোঁজ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৩৫, ২ আগস্ট ২০২৫

সিদ্ধিরগঞ্জে ৭৫ বছর বয়সী বৃদ্ধা নিখোঁজ

সিদ্ধিরগঞ্জে ঘর থেকে বের হয়ে মোসা: হালিমা খাতুন (৭৫) নামে এক বৃদ্ধা নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১ আগষ্ট) সকালে গোদনাইল ভূইয়াপাড়া প্রধানবাড়ী থেকে বের হয়ে আর বাসায় ফিরেন নি।

তার সন্ধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবারের লোকজন। বৃদ্ধা মোসা: হালিমা খাতুন কে খুঁজে পেতে সিদ্ধিরগঞ্জ থানায় শনিবার (২ আগষ্ট) নিখোঁজ ডায়েরি করেছেন তার ছেলে মো. সোহেল প্রধান (৪৭)। ডায়েরি নং- ১০১। 

পরিবার সূত্র জানা যায়, নিখোঁজ মোসা. হালিমা খাতুনের গায়ের রং শ্যামলা, মূখ মন্ডল- লম্বাটে। উচ্চতা পাঁচ ফুট ও মাথার চুল কালো সাদা। নিখোঁজের সময় তার পরনে কালো বোরকা ও কাপড় ছিলো। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য স্থানে খুঁজেও তাকে পাওয়া যায়নি।

বৃদ্ধের ছেলে মো. সোহেল প্রধান বলেন, মা কোথায় আছেন, কেমন আছেন? কেউ তার সন্ধান পেলে দয়া করে নিকটস্থ থানায় অথবা মোবাইল (০১৭১৮-১৬২৯৮৫, ০১৮১৮-৯৪৭১৫০) নাম্বারে জানানোর অনুরোধ রইল।