
বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জাতীয় পার্টির নেতা কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য।
২০২১ সালের নভেম্বরে ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মাসুম আহম্মেদকে পরাজিত করে জয়লাভ করেন কামাল হোসেন।
গত বছর ৫ আগস্টের পর বন্দর উপজেলার অধিকাংশ ইউপি চেয়ারম্যান পালিয়ে গেলেও তিনি নিজ বাড়িতে ছিলেন এবং কার্যালয়ে দায়িত্ব পালন করছিলেন।
বুধবার (৬ আগষ্ট) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী। এরআগে ভোর রাত আড়াইটার দিকে হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।
পরে তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত বছরের ১৮ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ৫০ থেকে ৬০ জন আন্দোলনকারি বন্দর বাস স্ট্যান্ড থেকে বন্দর শহীদ মিনারে যাওয়ার পথে শাহী মসজিদ এলাকায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা তাদের মিছিল হামলা চালায়।
এই ঘটনায় বন্দর উপজেলার বিবিজোড়াস্থ মিনারবাড়ি এলাকার হানিফ মিয়ার ছেলে মাওলানা হাছান মাহমুদ বাদী হয়ে ছাত্রলীগ নেতা খান মাসুদ ও ডালিমসহ ৫৭ জনের নাম উল্লেখ করে আরো ১০০ থেকে ১২০ জনকে আসামী করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এর সত্যতা নিশ্চিত করে বলেন, কামাল হোসেনের বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।