নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৮ আগস্ট ২০২৫

বন্দরে রোটর স্পিলিং মিলে অগ্নিকাণ্ড  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:২০, ৭ আগস্ট ২০২৫

বন্দরে রোটর স্পিলিং মিলে অগ্নিকাণ্ড  

বন্দরে আরমান আহমেদ রোটর স্পিলিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তের মধ্য আগুন চারদিকে ছড়িয়ে পরলে স্পিলিং মিলের তুলা ও  মেশিনারিসহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গিয়ে প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেছে।

তবে এ ঘটনায়  হতাহতের কোন সংবাদ  পাওয়া যায়নি।  বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সোয়া ১১টায় বন্দর থানার পৃর্ব লক্ষণখোলা এলাকায়  এ  ঘটনা ঘটে।

এ ব্যাপারে বন্দর ফায়ার সার্ভিস জানিয়েছে, এলাকাবাসী মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে আমাদের ২টি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। 

 বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এ ঘটনায় হতাহতের  কোন সংবাদ পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।