নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ নভেম্বর ২০২৫

সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:২২, ৮ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

সোনারগাঁয়ে ৪ কেজি গাঁজাসহ লামিয়া আক্তার (২২) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত লামিয়া কুমিল্লা জেলার মুরাদনগর থানার দাররা এলাকার ওসমান গনির মেয়ে।

শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।

এর আগে বৃহস্পতিবার সন্ধায় সোনারগাঁ থানার এসআই (নিঃ) মো. শরীফিল ইসলাম সংগীয় ফোর্সসহ ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পিরোজপুর ইউনিয়নের আষারঢ়িয়ারচর সাকিনস্থ মেঘনা টোল প্লাজার পুলিশ চেকপোস্টের সামনে থেকে তাকে আটক করেন।

পুলিশ জানায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের জন্য সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশিকালে “মিয়ামি” নামীয় যাত্রীবাহী পরিবহনে তল্লাশিকালে লামিয়া আক্তারকে ওই   গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।