
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে দুর্ধর্ষ ডাকাত ছিনতাইকারী জুয়েল রানা (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাতে সাইলো গেইট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত জুয়েল রানা সিদ্ধিরগঞ্জের নাসিক ৫নং ওয়ার্ডের হারানো পুকুরপাড় এলাকার নুরুদ্দিন মিয়ার ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিউল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করা হয়। জুয়েল দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। সোমবার দুপুরে তাকে ছিনতাই মামলায় আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, গ্রেপ্তারকৃত জুয়েল রানার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে এলাকায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।