
বন্দরে চোর ও ছিনতাইকারি সন্দেহে ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো বন্দর উপজেলার বাঙ্গালবাড়ী এলাকার মৃত শুক্কুর আলী মিয়ার ২ ছেলে মোতালেব (৫৩) ও তার ছোট ভাই মোশারফ (৫০) একই থানার দেউলী চৌরাপাড়া এলাকার আফজাল হোসেন মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক (২৪) ও একই এলাকার সুবহান মিয়ার ছেলে সোহেল (৩৯)।