
বন্দরে ঢাকাগামী একটি নীল রং এর পিকআপ গাড়িতে তল্লাশী চালিয়ে ২০ কেঁজি গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো, ঢাকা কেরানীগঞ্জ থানার রামেরকান্দা এলাকার রিপন মিয়ার ছেলে মারুফ (২০) ও একই থানার বাঘাতর এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে জিহাদ (১৯)।
গাঁজা উদ্ধারের ঘটনায় র্যাব-১১ কর্মরত পুলিশ পরির্দশক (শহর ও যানবাহন) আবু হাসান বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে বন্দর থানার মদনপুরস্থ রাফি ফিলিং স্টেশনের সামনে চট্রগ্রাম টু ঢাকাগামী মহাসড়কের উপরে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারি মারুফ ও জিহাদ দীর্ঘ দিন ধরে অবাধে মাদক পাচার করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।