নারায়ণগঞ্জের ফতুল্লায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কয়েকটি পূজা মন্ডপে আর্থিক উপহার প্রদান করা করেছেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ফতুল্লা চৌধুরী বাড়ী এলাকায় এই উপহার প্রদান করা হয়। একই সাথে এসব মণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তার ব্যক্তিগত উদ্যোগে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে।
রিয়াদ মোহাম্মদ চৌধুরী ব্যক্তিগতভাবে ফতুল্লার লালপুর শ্যামা কালী মন্দির, দাপা পোস্ট অফিস কালী মন্দির, মেঘনা ঘাট কালী মন্দির, পঞ্চবটী শীষমহল শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ মন্দির সহ ১০ টি মন্দিরে আর্থিক উপহার প্রদান করেন।
এসময় তিনি বলেন, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে আমাদের দেশনায়ক তারেক রহমানের নির্দেশে কাজ করে যাচ্ছি। আমরা ফতুল্লায় উৎসবমুখোর পরিবেশে বৃহৎ এ উৎসব উদযাপনে আমাদের পক্ষ থেকে যা যা দরকার তাই করবো।
এসময় উপস্থিত ছিলেন লালপুর পূজা কমিটির সাধারন সম্পাদক অর্জুন দাস, কোষাধক্ষ্য সুমন ঘোষ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দত্ত, মন্দির সেবায়েত নন্দলাল বসাক, ফতুল্লা মেঘনা ঘাট মন্দিরের সাধারন সম্পাদক অভি দাস, দাপা পোস্ট অফিস পূজা মন্ডপের সভাপতি পবিত্র রঞ্জন দাস, সাধারন সম্পাদক সবুজ দাস, কার্যকরী সদস্য প্রদীপ মন্ডল, সানী দাস, পঞ্চবটী শিষ মহল শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরের সহ- সভাপতি নিখিল চন্দ্র দাস, সাধারন সম্পাদক রাম প্রসাদ ঘোষ, সহ-সাধারন সম্পাদক দিলীপ কুমার দাস, সহ সাংগঠনিক সম্পাদক পীযুস চন্দ্র দাস, সহ-প্রচার সম্পাদক শিবু চন্দ্র দাস, প্রদীপ সাহা, বিপু চন্দ্র দাস, পরিমল দাস প্রমূখ।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমিন শিকদার, থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, থানা কৃষক দলের আহবায়ক জুয়েল আরমান, থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আমিনুল ইসলাম লিটন প্রমুখ।


































