
সিদ্ধিরগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কতৃক উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার প্রচারপত্র সিদ্ধিরগঞ্জে পাড়া-মহল্লায় জনগণের হাতে তুলে দেওয়ার কাজ চলমান রেখেছেন দলের তৃণমূলের কর্মীরা।
এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ এর নির্দেশনায় সিদ্ধিরগঞ্জের ২ নং ওয়ার্ড এলাকায় ২৭ সেপ্টেম্বর বিকেলে এই প্রচারপত্র বিলি করা হয়।
জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে প্রচারপত্র বিলিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাকের আহমেদ সোহান, স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি গোলজার হোসেন, রাজা মিয়া, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, যুগ্ম সম্পাদক মামুন, রবিউল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু তাহের মুন্সি, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম জিমি, ছাত্র বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রাব্বি, ক্রীড়া সম্পাদক আবিদ হাসান আব্দুল্লাহ, সহ-কোষাধ্যক্ষ রুবেল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা নূরনবী, রাকিব হোসেন এবং ছাত্রদল নেতা রাকিবুল ইসলাম প্রমুখ।
এ সময় নজরুল ইসলাম বাবুল বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের সাথে ৩১ দফা উল্লেখিত বিষয়গুলি সংক্ষিপ্তভাবে তুলে ধরেন। তিনি বলেন, বিএনপি বাংলাদেশকে একটি কল্যাণকামী, বৈষম্যহীন, শোষণমুক্ত, সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়। সেই লক্ষ্য সামনে রেখেই জনাব তারেক রহমান ৩১ দফা প্রণয়ন করেছেন। এটা জনগণের কাছে বিএনপি'র প্রতিশ্রুতি।
এই প্রতিশ্রুতি তারেক রহমান ২০২৩ সালে ঘোষণা করেছেন। সারা দেশের বিএনপি'র নেতৃত্বও তিনি সেভাবে প্রস্তুত করছেন। নারায়ণগঞ্জে একজন সৎ, নির্লোভ ও শান্তি প্রিয় মানুষ অধ্যাপক মামুন মাহমুদকে জেলার দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ তারেক রহমান সাহেব ভালো মানুষদের দিয়েই আগামী দিনে এই মহৎ কাজগুলি বাস্তবায়ন করবেন।
জনগণকেও এগিয়ে আসতে হবে নিজেদের অধিকার আদায়ের জন্য যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে সফল হয়েছিলেন।